রাজধানীর যাত্রাবাড়ীতে চার হাজার পিস ইয়াবাসহ আবু তাহের (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ জানান, গ্রেফতার আবু তাহের দীর্ঘদীন ধরে কৌশলে কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করছিল। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন