রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল ও আধুনিকায়ন করে পাটকল চালু করা, শ্রমিকদের ৬ সপ্তাহের হাজিরা বেতন ও ঈদ বোনাসসহ সকল বকেয়া পরিশোধের দাবিতে বরিশালে সংহতি সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। পাট শিল্প ও পাট চাষি রক্ষায় জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন গনসংহতি আন্দোলন নেতা দেওয়ান আ. রশিদ নিলু, বাসদ নেতা ইমরান হাবিব রুমন, অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক শাহ আজিজুর রহমান, জিকে মুকুল ও আরিফুর রহমান মিরাজসহ অন্যান্যরা।
বক্তারা পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল ও আধুনিকায়ন করে পাটকল চালু এবং শ্রমিকদের ৬ সপ্তাহের হাজিরা বেতন ও ঈদ বোনাসসহ সকল বকেয়া পরিশোধের দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল