রাজধানীর কাফরুল এলাকা থেকে রিভলবারসহ মো. মনিরুজ্জামান ওরফে মনির (৩০) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১০। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবার রাতে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে একটি লোহার তৈরি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, আসামি পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবৎ কাফরুল থানাসহ ঢাকার বিভিন্ন এলাকায় সুবিধা মত স্থানে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজী, ছিনতাইসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।
বিডি প্রতিদিন/হিমেল