বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, সরকার পুলিশের আধুনিকায়নের লক্ষ্যে সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ সদিচ্ছার ব্যাপক বহিঃপ্রকাশ ঘটিয়েছে। কেউ যদি নিজেকে অপরিবর্তিত রেখে অনিয়ম-দুর্নীতিযুক্ত কার্যক্রম করতে চায় তাকে শক্ত হাতে দমন করা হবে। কারও অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের কারণে পুলিশ বাহিনী কোন বদনামের দায়ভার নেবে না। নিজের বিবেক ও আত্মমর্যাদার কাছে পরিচ্ছন্ন থেকে স্বচ্ছতার ভিত্তিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি এই নির্দেশনা দেন পুলিশ কমিশনার।
রবিবার সকাল ১১টার দিকে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে বিএমপি’র ট্রাফিক বিভাগের কার্যক্রম পরিদর্শনকালে ট্রাফিক বিভাগের সদস্যদের উদ্দেশ্যে এই নির্দেশনা দেন তিনি।
এ সময় বিএমপি’র ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার এবং সহকারী কমিশনার প্রকৌশলী শাহেদ চৌধুরীসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার