‘মাদকাসক্তদের মাদক দ্রব্য থেকে ফেরাতে তাদের প্রতি সদয় হতে হবে। পরিবার ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ এই দায়িত্ব সবার’। যথাযথ চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ করে তোলা সম্ভব।
আজ শনিবার সকালে নগরীর আলেকান্দা কাজীপাড়া এলাকায় ‘দি নিউ লাইফ’ নামে মাদকাসক্ত ও মানসিক রোগ চিকিৎসা সহায়তা কেন্দ্র আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড।
‘দি নিউ লাইফ’ এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজার সভাপতিত্বে মতবিনিময় সভায় আঞ্চলিক দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, দৈনিক বরিশালের ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, দৈনিক প্রথম সকালের সম্পাদক কাজী আল মামুন ও, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি গোপাল সরকার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আবু জাফর