বাংলাদেশ মেডিকেল কলেজে স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন সন্ধানীর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে কয়েকজন যুবক সেখানে ভাঙচুর চালায়। এতে রক্ত সংরক্ষণের জন্য রাখা ফ্রিজ ভেঙে যায়। অন্যান্য কাঁচের সামগ্রী ভাঙা হয়, চেয়ার-টেবিল, কাগজপত্র তছনছ করা হয়। ফ্রিজে রাখা রক্তও নিয়ে যাওয়া হয়।
হামলাকারীরা কার্যালয়ে গচ্ছিত থাকা ১৬ হাজার টাকা নিয়ে যায় বলেও জানা গেছে।
তবে প্রতিষ্ঠানটির প্রধান পরিতোষ কুমার বড়াল জানান, এটা কোনো ঘটনা না। এই ভাঙচুর অভ্যন্তরীণ বিষয়।
এ বিষয়ে মেডিকেলের অধ্যক্ষ জানান, ভাঙচুর হয়েছে সামান্য কিছু। এটা খুবই মামুলি। কেউ হয়তো ফুলিয়ে বড় করে সামনে নিয়ে আসতেছে।
এই ভাঙচুরের ঘটনার রহস্য উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানা গেছে। কলেজের অধ্যক্ষ বলেন, সাতদিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। রিপোর্ট পেলে বলা যাবে কারা এরসঙ্গে জড়িত।
এদিকে এই মামলায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল ছাত্রলীগ।
বিডি প্রতিদিন/ফারজানা