২০ দলীয় জোটের শরীক জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব লিংকন।
আজ রবিবার পার্টির চেয়ারম্যানের খিলগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আহসান হাবিব লিংকনকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। সভায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে করোনা মহামারিজনিত সামগ্রিক ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।
পার্টির যুগ্ম মহাসচিব এ এস এম শামীমের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট মো. সফিউদ্দিন ভূঁইয়া, সেলিম মাস্টার, ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলু, যুগ্ম মহাসচিব কাজী মো. নজরুল, মো. মহসিন সরকার প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক