কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বাঙালি জাতির ওপর আঘাত হানা হয়েছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাবেশের নেতৃবৃন্দরা। সেই সাথে মামুনুল হক ও বাবুনগরীদের অবিলম্বে গ্রেপ্তার এবং সাম্প্রদায়িক দলগুলোকে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।
আজ সোমবার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে অনুষ্ঠিত নাট্য ও চলচ্চিত্র শিল্পীদের মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানোনো হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাট্য অভিনেত্রী তারিন জাহান বলেন, ভাঙ্কর্য ভেঙে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। স্বাধীনতার পক্ষের মানুষরা আজ মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠির বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, তারা নাকি মামুনুল হক ও বাবুনগরীদের ওয়াজ মাহফিল শুনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার অনুপ্রেরণা পেয়েছে। তাই মামুনুল হক ও বাবুনগরীদের অবিলম্বে গ্রেপ্তার ও দেশের সাম্প্রদায়িক দলগুলোকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি চিত্রনায়ক শাকিল খান বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা সুন্দর বাংলাদেশ চায় না। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙায় জড়িতদের পেছনে অনেক মদদদাতা রয়েছে।
সংগঠনের উপদেষ্টা নাট্যজন লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সাংবাদিক সমীরণ রায়সহ অন্যান্যরা।
বিডি-প্রতিদিন/শফিক