রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে মোজাফফর আলী ওরফে শাহীন (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মোজাফফর আলী ওরফে শাহীনের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি জানান, রবিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মোজাফফর আলীকে আটক করা হয়। মোজাফফর আলীর অন্যান্য সহযোগীদের আটক করতে সিটিটিসি ইউনিটের অভিযান চলমান রয়েছে। মোজাফফর আলীর বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক