রাজধানীর মতিঝিল থেকে অজ্ঞাত পরিচয় (২৪) এক যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মতিঝিল সিটি সেন্টারের সামনের রাস্তায় এক যুবকের মরদেহ পড়ে আছে এমন খবরে গতকাল রাতে সেখানে যাই। পরে সেখান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, সিটি সেন্টার ভবন থেকে লাফিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে অথবা কেউ মেরে ফেলে দিয়েছে। এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আল আমীন