রাজশাহীর চারঘাটে গাঁজা ও গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ চার মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারঘাটের মৌগাছীতে অভিযান চালিয়ে পাটিয়াকান্দি এলাকার শফিউল আলমের ছেলে সোহানুর রহমান (২২) ও বরকতপুর নন্দনগাছীর মৃত আজাহার ছেলে আলতাফ সরকার (৩৫) আটক করা হয়। এ সময় তাদের থেকে ২.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অন্যদিকে, গোদাগাড়ীর হরিশংকরপুরে ৯৭ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করে র্যাব। গোদাগাড়ীর উছড়াকান্দর এলাকার কোরবান আলীর ছেলে দেলোয়ার হোসেন কালু (২৪) ও মতিয়ার রহমানের ছেলে মাইনুল ইসলাম ভাদু (২৮)। মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানা মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন