বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রিড়া উপকমিটির পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শনিবার দুপুরে যুব ও ক্রিড়া উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে এই শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপকমিটির সদস্য সাবেক ছাত্রনেতা তারেক শামস্ খান হিমু, ফুটবলার শেখ আসলাম উদ্দিন, ফুটবলার ক্রিড়া সংগঠক ইমতিয়াজ সুলতান জনী, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আতিকুজ্জামান মিপুসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক