রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে রাশেদ (২৮) নামে এক জন নিহত হয়েছেন। নিহত রাশেদ রঙমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। বর্তমানে তিনি গাজীপুরে বসবাস করতেন। রাশেদের দুই সন্তান রয়েছে।
গতকাল শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কারওয়ানবাজার ও সাতরাস্তার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ