গাজীপুরে মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ৫টি অকেজো মর্টারশেল ও কিছু গুলির খোসা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার শরিফপুর এলাকার একটি সবজি ক্ষেত খননের সময় এগুলো উদ্ধার হয়। মর্টারশেল ও গুলির খোসাগুলো মরিচা পড়া।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি মো: ইসমাইল হোসেন জানান, শরিফপুর এলাকার সানাউল্লাহ মন্ডলের সবজি ক্ষেতে পানি রাখার জন্য গর্ত করার সময় শ্রমিকরা মাটির নিচে ৫টি মর্টার শেল ও ১৬টি গুলির খোসা পান। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মর্টারশেল ও গুলির খোসা গুলো জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মর্টারশেল ও গুলির খোসাগুলো মুক্তিযুদ্ধের সময়ের।
বিডি প্রতিদিন/হিমেল