চতুর্থ আসরের ‘গ্ল্যাক্সোজ-ডি ঢাকা হাফ ম্যারাথন ২০২১’ শেষ হলো মঙ্গলবার। মহামারির কথা মাথায় রেখে আয়োজক সংগঠন ‘ঢাকা রান লর্ডস’ এবারের ম্যারাথন ভার্চুয়ালি আয়োজন করেছিল। প্রতিযোগিতা শেষে এখন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। শিগগিরই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন।
একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিযোগীরা এবারের ম্যারাথনে অংশগ্রহণ করেন। নির্দিষ্ট ভেন্যুতে না এসেই নিজ নিজ এলাকা থেকে দূরত্ব বজায় রেখে ম্যারাথনে অংশ নেয় দেশ বিদেশের প্রায় ৩২০০ অ্যাথলেট। এই বছরের ম্যারাথন দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। একটি ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং অপরটি ৭.৫ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা।
১৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার সৈয়দ মুস্তাইন কাদের বলেন, ঢাকা হাফ ম্যারাথন বিগত কয়েক বছর ধরেই দেশের চলমান দৃশ্যপট পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে এবং জনগণকে সুস্থ থাকতে ও স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণের জন্য অনুপ্রাণিত করে যাচ্ছে। ম্যারাথনে দৌড়ানোর সময় ও পরে উভয়ক্ষেত্রেই দেহের আদ্রতা ও শক্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। টানা দ্বিতীয়বারের মতো ঢাকা হাফ ম্যারাথনের টাইটেল স্পনসর হতে পেরে গ্ল্যাক্সোজ-ডি গর্বিত।
উক্ত সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ছাড়াও স্পন্সর কোম্পানিগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের প্রেক্ষাপটে এই ম্যারাথনের গুরুত্ব নিয়ে নানা দিক তুলে ধরেন এবং ম্যারাথনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/এমআই