সবার জন্য ট্রান্সফ্যাট মুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত আইন প্রণয়নসহ ৯ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
সংগঠনের বরিশাল জেলা শাখার ব্যানারে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ক্যাব সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাশ মিঠুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপকা শাহ্ সাজেদা, জেলা জাসদ সভাপতি আব্দুল হাই মাহাবুব, বেসরকারি উন্নয়ন সংস্থা রান এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা অ্যাডভোকেট এ,কে আজাদ এবং কাজী মিজানুর রহমান ফিরোজ প্রমুখ।
বক্তারা ট্রান্সফ্যাট মুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন প্রণয়ন সহ ৯ দফা দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর