রাজধানীর মোহাম্মদপুরে বুধবার রাতে ছুরিকাঘাতে রাব্বি হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মোহাম্মদপুর রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকার ২ নম্বর খাঁচার গুলিতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বরিশাল মুলাদী উপজেলার মৃত আলমগীর হোসেনের সন্তান রাব্বি। বর্তমানে মায়ের সঙ্গে তিনি বুদ্ধিজীবী ১ নম্বর গলির মিনা হাউসিং এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান জানান, রাব্বির অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি মোহাম্মদপুর থানাকে অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার