গাজীপুরের টঙ্গী টিএন্ডটি মার্কেটে সড়কের জায়গা দখল করে গরু জবাই করার অভিযোগ উঠেছে মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে। ভোর রাত থেকে দুপুর পর্যন্ত রাস্তার উপর গরু জবাই করছে তারা।
এতে, একদিকে বর্জ্যে পরিবেশ দূষণ হচ্ছে। অপরদিকে, যান-চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও প্রশাসনের নজরদারিতে না থাকায় দিন দিন দুর্ভোগ বাড়ছে।
সরেজমিন দেখা যায়, টঙ্গী টিএন্ডটি মার্কেটের কাচাঁবাজারে ঢুকতেই মাংস ব্যবসায়ীরা সড়কের জায়গা দখল করে রাস্তার উপর গরু জবাই করছে। জবাইকৃত গুরুর রক্ত ও বর্জ্য সড়কে ফেলছে। অসাধু এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় কোনো তোয়াক্কাই করছে না কাউকে।
স্থানীয় আল মামুন বলেন, রাস্তার জায়গা দখল করে গরু জবাই করছে, কেউ কিছু বলছে না। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সাদেক আলীর সাথে যোগাযোগ করেল তিনি বলেন, রাস্তার জায়গায় গরু জবাই করে মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো ঠিক না, বিষয়টি দেখবো।
টঙ্গী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক বলেন, রাস্তায় উপর গরু জবাই করে মানুষের দুর্ভোগের সৃষ্টি করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই