সর্বশেষ নির্বাচনগুলোতে ভোট কারচুপির প্রতিবাদ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৬ বিভাগীয় শহরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে আগামী ১৬ মার্চ ঢাকা মহানগর দক্ষিণে সমাবেশ করবে দলটি।
সমাবেশ উপলক্ষে এক যৌথ সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
আজ শুক্রবার বিকালে রাজধানীর ভাসানী মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি নবীউল্লাহ নবী প্রমুখ উপস্থিত ছিলেন।
মহাসমাবেশ সফল করতে মহানগর দক্ষিণের প্রত্যেক ওয়ার্ড এবং থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের সমন্বয়ে আয়োজিত এ প্রস্তুতি সভায় বক্তারা যে কোনো মূল্যে এই সমাবেশ সফল এবং সার্থক করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে বরিশাল, খুলনা, রাজশাহী ও ঢাকা মহানগর উত্তরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ মার্চ চট্টগ্রাম মহানগরে আরেকটি সমাবেশ করবে বিএনপি।
বিডি প্রতিদিন/আরাফাত