প্রতিবন্ধীদের নিয়ে ‘লিডার্স কাপ’ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্ট উদ্বোধন করেন গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রধান সমন্বয়ক এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত শহীদ যায়ান চৌধুরী স্মৃতি ক্রিকেট মাঠে লিডার'স কাপের উদ্বোধন হয়।
গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের সহযোগী পৃষ্ঠপোষক ছিল মিনিস্টার গ্রুপ।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন ও তার তিন ছেলেকে স্মরণ করে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই পরিচালক এম এ রাজ্জাক খান রাজ এবং দেশের ক্রীড়াঙ্গন ও রাজনীতির গণ্যমান্য ব্যক্তিরা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ