সাভারে আগুনে পুড়ে মারা গেছেন শরিফুল মোল্ল্যা (৩২) নামের এক পোশাক শ্রমিক। শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার নগরচর এলাকার জনৈক আতোয়ার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, রাতে পোশাক কারখানার কাজ শেষ করে নিজ ভাড়া বাসায় শরিফুল মোল্ল্যা ও তার স্ত্রী সুর্য খাতুন ঘুমিয়ে ছিলেন। পরে সকালে তার স্ত্রী দেখতে পান তার স্বামী আগুনে পুরে মারা গেছেন। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে লাশ পাঠানো হয়।
নিহতের স্ত্রী সুর্য খাতুন বলেন, তার স্বামী সিগারেটের আগুন থেকে মারা গেছেন।
নিহত ওই পোশাক শ্রমিক রাজফুলবাড়িয়া এলাকার গোল্ডেন স্টিচ কারখানায় অপারেটর পদে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী জেলার বাঘা থানার দাতপুর গ্রামের আজগর মোল্ল্যার ছেলে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এ এফ এম সায়েদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ঘটনাটি কি হত্যা, না কি কারণে হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে এই ঘটনায় সাভার মডেল থানার একটি মামলা করা হয়েছে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ