রাজধানীতে সড়কের সংস্কার কাজ করার সময়ে গ্যাসলাইন লিকেজ হয়ে যাওয়ায় ঢাকার পশ্চিমাঞ্চল জুড়ে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, মিরপুর, শ্যামলী, গ্রিনরোডসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল থেকে এসব এলাকায় গ্যাসের চুলা জ্বলছে না। এদিকে, গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিতরণকারী সংস্থা তিতাস।
সংস্থাটির পক্ষে বলা হয়েছে, তারা ইতোমধ্যে সমস্যার সমাধানে কাজ শুরু করেছেন। সন্ধ্যা নাগাদ এই সমস্যা সমাধান হয়ে যাওয়া আশা প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে তিতাসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন জানান, ঢাকার আমিন বাজারে সড়ক ও জনপথ বিভাগের সড়ক উন্নয়ন কাজের সময় তিতাস গ্যাসের উচ্চচাপ গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, মিরপুর, গ্রিনরোডসহ বেশ কিছু এলাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। লিকেজ মেরামত কাজ সম্পন্ন হলে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। সম্মানিত গ্রাহকদের অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
এদিকে হঠাৎ এই গ্যাস সঙ্কটে ভোগান্তির মধ্যে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা।
বিডি প্রতিদিন/ফারজানা/আবু জাফর