নারায়ণগঞ্জ শহরের ৩ নং মাছ ঘাট বন্দর বাসু ডক সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে ১ টন ১০০ কেজি জাটকা জব্দ করেছে নারায়ণগঞ্জ সদর নৌ থানা।
শুক্রবার দিবাগত রাত ৩টায় নৌ থানা পুলিশের এসআই ইউনুছ ও এএসআই মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই জাটকা জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীতলক্ষ্যা নদীতে অভিযানে নামে নৌ থানা পুলিশের টিম। তখন অন্ধকারে ট্রলারযোগে জাটকা মাছগুলো নদীর পাড়ে রেখে চলে যায় জেলেরা। জব্দকৃত ১ টন ১০০ কেজি মাছ ৩ এপ্রিল শনিবার বেলা ১১টায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদরাসায় বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ