ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে তিনি করোনা আক্রান্ত হন। আজ দ্বিতীয়বারের মতো তিনি করোনা আক্রান্ত হলেন। বর্তমানে মতিউর রহমান মতি ঢাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে, করোনার লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শে গতকাল শুক্রবার নমুনা পরীক্ষা করাতে দিলে আজ করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই মতিউর রহমান মতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক