ইসলামের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী মামুনুল হকসহ জড়িতের গ্রেফতারের দাবিতে আগামী ৬ এপ্রিল সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে বাংলাদেশ ইসলামী পিপলস্ পার্টি।
পার্টির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী পিপলস্ পার্টির চেয়ারম্যান মাওলানা মোঃ ইসমাইল হোসাইন, মহাসচিব কাজী মাওলানা শাহ মোঃ ওমর ফারুক, হাফেজ মাওলানা আবদুল আজিজ, মাওলানা মুফতি শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সহ দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
বাংলাদেশ ইসলামী পিপলস্ পার্টির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারের সাধারণ ছুটি ঘোষণাকে সম্মান জানিয়ে এই হরতাল প্রত্যাহারের জন্য সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাতে চাই যারা ইসলামের নামে সন্ত্রাসী কার্যক্রম করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন