করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলছে সাতদিনের ‘লকডাউন’। আক্ষরিকভাবে লকডাউন বলা না হলেও নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এই লকডাউনের মধ্যেও রমজান মাস সামনে রেখে পণ্য বিক্রি অব্যাহত রেখেছে ট্রেডিং করপোরেশনর অব বাংলাদেশ (টিসিবি)। কম দামে টিসিবি’র পণ্য কিনতে ক্রেতারা ভিড় করছেন টিসিবি’র ট্রাক সেলে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর বাড্ডায় এলাকায় লাইনে দাঁড়িয়ে টিসিবি’র পণ্য কিনতে ভিড় দেখা গেছে ক্রেতাদের। তবে ক্রেতাদের মধ্যে ছিল না সামাজিক নিরাপদ দূরত্ব। ছিল না অনেকের মুখে মাস্ক।
রমজান মাস উপলক্ষে টিসিবি চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, খেজুর ও পিয়াজ ভর্তুকিমূল্যে বিক্রি করছে। এদিন সামাজিক নিরাপদ দূরত্ব বজায় না রেখে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। করোনার প্রভাবে খরচ বাঁচাতে ভর্তুকিমূল্যে পণ্য কিনতে নারী-পুরুষ পৃথক লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করছেন।
অঘোষিত লকডাউনে টিসিবির পণ্য নিম্নমধ্যবিত্তের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে এনেছে। তবে দেশে প্রতিদিনই করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও টিসিবির পণ্য কিনতে গিয়ে ক্রেতারা যেন ভুলে গেলেন সামাজিক নিরাপদ দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন