১০ এপ্রিল, ২০২১ ১৯:৫২

চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে অর্থদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে অর্থদণ্ড

প্রতীকী ছবি

চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানা ও সড়ক পরিবহন আইনে শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১ জনকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করেছে। তার মধ্যে একজনকে পরিবহন আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় জনসচেতনতামূলক প্রচারণাও করা হয়।

শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরে ইলিশ চত্বর, হকার্স মার্কেট, কালী বাড়ি মোড় ও বড় স্টেশন মোলহেডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক জানান, করোনাভাইরাস প্রতিরোধে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশে আমরা জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না, তাদের আমরা জরিমানার আওতায় এনেছি। এছাড়া বিনামূল্যে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আনসার ব্যাটালিয়ন সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর