১৭ এপ্রিল, ২০২১ ২১:৫০

খুলনায় মুদি দোকানে বিক্রি হচ্ছে টিসিবি'র সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় মুদি দোকানে বিক্রি হচ্ছে টিসিবি'র সয়াবিন তেল

টিসিবি'র বোতলজাত সয়াবিন তেল দোকানে বিক্রির অভিযোগে খুলনার দুই দোকানদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ এপ্রিল) নগরীর নিউমার্কেট বয়রা মেইন রোডে রাজবাড়ী স্টোর ও মাহবুব স্টোর এর মালিককে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, নগরীর কেডিএ নিউমার্কেট ও বয়রা বাজার এলাকায় তদারকি কার্যক্রমের সময় ওই দুই দোকান থেকে বিক্রি নিষিদ্ধ ৪২ লিটার টিসিবির বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। প্রতিটি দুই লিটার করে ২১ বোতল তেল উদ্ধার করা হয়। বোতলের মুখে ও মোড়কে টিসিবি’র সিল লাগালো ছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে জরিমানা করা হয়। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর