নবনির্মিত বিদ্যুৎ গ্রিড সঞ্চালন লাইন ব্যবস্থার উন্নয়নমূলক কাজের জন্য ১৩২ কেভি হাসনাবাদ-কেরানীগঞ্জ (Power Pack) বিদ্যুৎকেন্দ্র লালবাগ এবং হাসনাবাদ-Agreeko বিদ্যুৎকেন্দ্র-কামরাঙ্গীরচর সঞ্চালন লাইন বন্ধ থাকবে। সে কারণে শুক্রবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লালবাগ এবং কামরাঙ্গীরচর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে সীমিতভাবে বিদ্যুৎ সরবরাহ চালু ও কিছু বিদ্যুৎ ঘাটতি হবে। ফলে বর্ণিত সময়ে ডিপিডিসি'র আওতাধীন লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিঘ্নিত এলাকা সমূহ:
রসুলপুর কামরাঙ্গীরচর স্বাস্থ্য কমপ্লেক্স কুড়ার ঘাট বড়গ্রাম খলিফাঘাট, চান মসজিদ রোড়, খোলামুড়া ঘাট, মুন্সিহাটি, হাজারীবাগ পার্ক, ভাগলপুর লেন, মনেশ্বর রোড়, শহিদ নগর, বউ বাজার, পান্না ব্যাটারী, ব্যাটারী ঘাট, বড়গ্রাম, কামরাঙ্গীরচর ঈদগাহ বেড়িবাঁধ কালু নগর, নবীপুর বোরহানপুর হাজারীবাগ রোড বটতলা মাজার, হুজুরপাড়া, নবাবচর নবী নগর, আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ রোড, হাসান নগর, নয়াগাঁও চৌরাস্তা, বাউলাহাটি ঝাউচর সোনাটেংগর বারৈইখালী, কোম্পানী ঘাট, মেটাডোর সয়লাঘাট ছাতা মসজিদ, মাদবর বাজার মুসলিমবাগ, হাফেজী হুজুরের মাদ্রাসা সিলেটী বাজার ঝাউলাহটি নয়াগাঁও, রহমতবাগ নূরবাগ, খলিফা ঘাট বড়গ্রাম ইসলাম নগর আলী নগর মমিনবাগ আচারওয়াল ঘাট এবং তৎসংলগ্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ইসলামবাগ ইটওয়ালা ঘাট, এসি মসজিদের গলি, কাজী রিয়াজ উদ্দিন রোড, ইসলামবাগ হাজী বাবুল রোড, রাজনারায়ন ধর রোড, ওয়াটার ওয়ার্কস রোড নামাপাড়া নাজিম উদ্দিন রোড, হোসনী দালান রোড়, তাঁতখানা লেন কামালবাগ হাজীবাল্লু রোড, চর রঘুনাথপুর, রহমতগঞ্জ কে.বি. রুদ্র রোড, জয়নাগ রোড় গির্দা উর্দু রোড় খাজে দেওয়ান লেন, অরফানেজ রোড, ঢাকা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, হরনাথ ঘোষ রোড গৌরসুন্দর রায় লেন ছাত্রী রহিম বক্স লেন খাজে দল সিং লেন, সিটিকলোনী বউ বাজার হাজী রহিম বক্স লেন (আংশিক), অগ্রণী ব্যাংক, শায়েস্তাধান রোড় হরনাথ ঘোষ রোজ নূর ফাতাহ লেন, আলীর ঘাঁট, হাজী বাবুল রোড, নূর হোসেনের গলি, মনাহাজীর গলি খালেক চেয়ারম্যানের গলি সোয়ারীঘাট, কামালবাগ এবং তৎসংলগ্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 
ঢাকেশ্বরী রোড, পলা ইসলামিয়া উচ্চ বিদ্য চকবাজার ঢালু, বদরুন্নেসা কলেজ, আলিয়া মাদ্রাসা বকশি বাজার, নাজিম উদ্দিন রোড কমলদহ রোড এবং তৎসংলগ্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        