৭ মে, ২০২১ ২০:৩০

বরিশালের দুস্থ পরিবারে এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের দুস্থ পরিবারে এসএসসি
৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের ঈদ উপহার

বরিশালের অসহায়-দুস্থ ১শ পরিবারে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে এসএসসি ৯৭ এবং এইচএসসি ৯৯ ব্যাচ বিভাগীয় গ্রুপ। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত নগরীর কাশীপুর থেকে রূপাতলীসহ বিভিন্ন এলাকায় প্রকৃত অসহায়দের দ্বারে দ্বারে গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন গ্রুপের নেতৃবৃন্দ। প্রতিটি প্যাকেটে ৩ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ১ লিটার সয়াবিন, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেটি পিয়াজ, ২ কেজি আলু, ১ প্যাকেট সেমাই এবং ৫০ গ্রাম করে গুড়া দুধ রয়েছে। 

ঘরে ঘরে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন রেজাউল হাসান তুহিন, মাহমুদুল হায়দার তামিম, তৌহিদুর রহমান জুয়েল, তানজীব আহমেদ এবং প্রিন্স মাহমুদ। 

এ সময় তারা বলেন, এসএসসি ৯৭ ব্যাচ নামের এই সামাজিক সংগঠন করোনা এই মহামারীতে জনগনের পাশে ছিল এবং থাকবে। সমাজের প্রতিটি বিত্তবান মানুষ যদি অসহায় মানুষের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে কেউ অনাহারে-অর্ধাহারে থাকবে না বলে তারা প্রত্যাশা করেন। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর