সাভারে বাংলাদেশ প্রগতিশীল গামেন্টস শ্রমিক ফেড়ারেশন উদ্যোগে দরিদ্র ও কর্মহীন শ্রমিকদের ঈদ উপহার দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সাভারে হেমায়েতপুর পদ্মামোড় এলাকার বিভিন্ন ওয়ার্ডের ২০০ জনকে চিনি, সেমাই ও গুঁড়া দুধ দেওয়া হয়।
এসব সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতিশীল গামেন্টস শ্রমিক ফেড়ারেশনের উপদেষ্টা রোজিনা আক্তার, বাংলাদেশ প্রগতিশীল গামেন্টস শ্রমিক ফেড়ারেশনের সাধারণ সম্পাদক কামরুর নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রমুখ।
বাংলাদেশ প্রগতিশীল গামেন্টস শ্রমিক ফেড়ারেশনের কামরুর নাহার বলেন, এটি একটি ধারাবাহিক কার্যক্রম। আমাদের সাধ্য অনুযায়ী কিছু মানুষকে সহায়তা করার চেষ্টা করে যাচ্ছি। আশা করি এ কার্যক্রম দেখে সমাজের বিত্তবানরা অনুপ্রাণিত হয়ে তারাও সহায়তার হাত বাড়িয়ে দিবেন।
বিডি প্রতিদিন/হিমেল