রাজধানীতে প্রাভেটকারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর। আজ রবিবার বিকাল ৩টার দিকে শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান গেট সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনের রাস্তা পার হবার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত ওই বৃদ্ধাকে গাড়ি চালকই ঢাকা মেডিকেলে ভর্তি করান। সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, প্রাইভেটকারটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধা ভবঘুরে। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃতদেহ রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ