রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, রাস্তায় থাকা একটি হাইস গাড়িতে আচমকা আগুন লেগে যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যেই আগুন নির্বাপণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রেবন জানান, মহাখালী রাওয়া প্লাজার সামনে রাস্তায় থাকা একটি হাইস গাড়িতে অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন থেকে দু'টি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ওই দু'টি ইউনিট মাত্র কয়েক মিনিটে আগুন নেভায়।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ