২৪ জুন, ২০২১ ২১:০৯

উন্নয়নে সুফল পাচ্ছে সাধারণ মানুষ: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

উন্নয়নে সুফল পাচ্ছে সাধারণ মানুষ: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে সর্ব ক্ষেত্রে। আর যার সুফল পাচ্ছে দেশের সাধারণ মানুষ। 

বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জে প্রজাপাড়া টালি মেশিন মৃৎশিল্প সমবায় সমিতি ও ২২টি আয়রন ট্রিটমেন্ট প্লান্ট ও পীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতিকরণ প্রকল্পের আওতায় নির্মিত সলিড ওয়েস্ট ল্যান্ডফিল এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাচুর্য়ালে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ওই দিন উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত  উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন ভূঞা জনি, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, আ’লীগের সহ-সভাপতি সাবেক ভাইাস চেয়ারম্যান মোনায়েম হোসেন সরকার মানু, পৌর আওয়ামীলীগের সভাপতি হাইফুজ্জামান ফুল, সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার, প্রজাপাড়া টালি মেশিন মৃৎ শিল্প সমবায় সমিতির সহ-সভাপতি সুনীল চন্দ্র পাল প্রমূখ। শেষে প্রজাপাড়া টালি মেশিন মৃৎ শিল্প সমবায় সমিতির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর