বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া কলেজে সাভার উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
আজ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের কয়েক’শ চারা রোপণ করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান তেঁতুলঝোড়া কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ