গাজীপুরের পূবাইলে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার দুপুরে এক মাদ্রাসা ছাত্রের লাশ স্থানীয় বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো: ইব্রাহিম (১৩)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানাধীন পদ হারবাইদ এলাকার মো: আলমগীর হোসেনের ছেলে এবং স্থানীয় হারবাইদ মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ওসি মো: মুহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে দুই বন্ধুর সঙ্গে বাসা থেকে বের হয় ইব্রাহিম। তারা বর্ষার পানিতে গোসল করতে পদ হারবাইদ এলাকার লাল তারা মসজিদের পার্শ্ববর্তী বিলে মাছের ঘেরের পানিতে নামে। এসময় সাঁতার না জানায় ইব্রাহিম পানিতে নামার সঙ্গে সঙ্গেই তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে না পেরে তার দু’বন্ধু ঘটনাটি কাউকে না জানিয়ে ঘটনাস্থল থেকে বাড়ি চলে যায়। এদিকে, সন্ধ্যার পরও ইব্রাহিম বাসায় না ফেরায় স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। ইব্রাহিম নিখোঁজ হওয়ার ব্যাপারে তার মা পূবাইল থানায় রাতে একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন শনিবার ওই বিলে ইব্রাহিমের লাশ ভাসতে দেখে এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ দুপুর পৌণে একটার দিকে নিহতের লাশ উদ্ধার করে। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ