রাজধানীর সূত্রাপুরে সোয়া এক কেজি হেরোইনসহ মো. হুমায়ুন কবির (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বর্তমান বাজার মূল্য অনুযায়ী উদ্ধারকৃত হেরোইনের দাম এক কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই হুমায়ূন মাদকের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। সে সীমান্ত এলাকা থেকে হেরোইন নিয়ে এসে ঢাকার ডিলার হিসেবে কাজ করতো।
তিনি আরও বলেন, আসামি হুমায়ুন কবিরের সহযোগীদের বিষয়ে জানতে কাজ চলছে। এই মামলার তদন্ত ভার চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দেয়া হবে। আশা করছি এই নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নেয়া সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত