নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বাড়িতে রবিবার দিবাগত গভীর রাতে দফায় দফায় হামলা করেছে একদল সন্ত্রাসী। ওই ঘটনায় সোমবার (৯ আগস্ট) বিকেলে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন কাউন্সিলর খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা। এসময় তিনি সাংবাদিকদের হামলার সময়ের ছবি ও ভিডিও দেখান। এতে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার মোঃ ইমরানের পুত্র ইসতুসহ (২৮) অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
আফরোজা খন্দকার লুনা জানান, আমি অভিযোগ দায়ের করেছি এবং আশা করছি প্রশাসন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, কাউন্সিলর খোরশেদের স্ত্রী একটি জিডি দায়ের করেছেন। আদালতের আদেশ নিয়ে আমরা ঘটনাটি তদন্ত করবো।
বিডি প্রতিদিন/হিমেল