রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২২ বছর।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
কদমতলী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হরি চাঁদ জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানতে পারিনি। ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন