নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রােড এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের সঙ্গে থাকা পণ্যবাহী পিক-আপ তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়।
আসামি পিকআপের চালক মােঃ শরিফুল ইসলাম(৩০) মানিকগঞ্জের মাগরভাঙ্গা এলাকার এনামুল হকের ছেলে এবং হেলপার জনি বেপারী(২০) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানাধীন পাইকপাড়া এলাকার আক্কাস বেপারীর ছেলে।
র্যাব জানায়, আসামিরা গাঁজা নিয়ে কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। তারা পণ্যবাহী পিকআপের চালক ও হেলপার পেশার ছদ্মবশে অভিনব কৌশলে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন