রাজশাহী মহানগরীর দামকুড়া থানা পুলিশ একটি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে। এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতারও করা হয়েছে। তারা হলেন রাজশাহীর দামকুড়া থানার টেংরামারী এলাকার মো. শামিম (৩২) ও মো. সোনারুল (৫০)।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গত ১৫ আগস্ট নগরীর শাহমখদুম থানার সিটিহাট এলাকা থেকে রহিদুল ইসলাম নামে এক চালকের কাছ থেকে একটি অটোরিকশা চুরি হয়। এ নিয়ে অটোরিকশার মালিক মতিউর রহমান শাহ মখদুম থানায় অভিযোগ করেন। এই অটোরিকশা উদ্ধারে আরএমপির সকাল থানায় বার্তা পাঠানো হয়। এর প্রেক্ষিতে দামকুড়া থানা পুলিশ সোমবার সন্ধ্যায় পবা উপজেলার আলীমগঞ্জ জবির মোড় থেকে অটোরিকশাটি উদ্ধার করে।
এ অভিযানে দুজনকে গ্রেফতারও করা হয়। এরা অটোরিকশা চুরির পর ব্যাটারিগুলো বিক্রি করে দিয়েছিলেন। পুলিশ দুটি ব্যাটারি বিক্রির সাড়ে সাত হাজার টাকা উদ্ধার করেছে। মঙ্গলবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন