১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাজধানীর গুলশানে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আজ গুলশান ১ থেকে ২ পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে সংগঠনটির নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, নগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া বক্তব্য রাখেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন, আব্দুর রাজ্জাক, সাচ্চু, নির্মল চ্যাটার্জী, ফারুক আমজাদ হোসেন, সৈয়দ নাসির উদ্দীন, কাজী মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান টিটু, শাহজালাল মুকুল, গন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মানোয়ার হোসেন বিপুল, অর্থ সম্পাদক আবুল হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান খান, সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদসহ কেন্দ্রীয় ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন, এই জঘন্য অপরাধের সাথে যারা ঐ সময় জড়িত ছিল তাদেরকে এবং একে যারা সহযোগিতা পৃষ্ঠপোষকতা করেছিল তাদেরকেও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। তারা আরো বলেন ১৫ আগষ্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতক সকল খুনীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল