মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
সোমবার (১৬ আগস্ট) ঢাকা ও সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। প্রতারক চক্রের গ্রেফতার সদস্যরা হলেন- শাহাদাত শিকদার, মো. জুয়েল হাওলাদার, হিমন আহমেদ, রুবেল আহমেদ ও অপু চন্দ্র দাস। অভিযানকালে তাদের কাছ থেকে বিকাশ, রকেট, নেক্সাস-পেসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট খোলা ৫০৪টি সিম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়।
সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ জানায়, গ্রেফতার হওয়া আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে প্রি-একটিভেটেড ও বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট খোলা সিম সংগ্রহ করতো। এরপর তারা বিভিন্ন প্রতারক চক্রের কাছে তা উচ্চমূল্যে সরবরাহ করতো। ওইসব সিম মোবাইল ব্যাংকিং প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। এছাড়া মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা অর্থ আসামিদের কাছে পাঠানো হতো। সেখান থেকে তারা কমিশনের একটি পরিমাণ রেখে পুনরায় প্রতারক চক্রের কাছে ফেরত পাঠাতো।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। এ চক্রের আরও আসামি রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত