যাত্রাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শেখ মতিউর রহমান মতি মারা গেছেন। আজ সকাল সাড়ে ৬টায় রাজধানীর ইম্পালস হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
মতিউর রহমান করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর দক্ষিণ যাত্রাবাড়ী শেখপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দক্ষিণ যাত্রাবাড়ী পাঁচ পঞ্চায়েত কবরস্থানে তাকে দাফন করা হবে।
আগামী শুক্রবার বাদ জুমা ঢাকা-৫ আসনের সকল মসজিদ, মাদরাসায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল