বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন কলসেনট্টেটর ও অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, হ্যাডসেনিটাইজার, জীবাণুনাশক সাবানসহ করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। আজ দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের উদ্যোগে 'প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধু দর্শন ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক আলোচনা সভা শেষে এসব সামগ্রী বিতরণ করা হয়।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, স্বাচিপের মহাসচিব ডা. অধ্যাপক আবদুল আজিজ প্রমুখ।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আকতার পপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা, আজিজুস সামাদ ডনসহ উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
যেসব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে সেগুলো হলো জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, লালামনির হাট জেনারেল হাসপাতাল, ঝিনাইদহ জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের হাসপাতাল, শহীদ আবু নাসের মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল স্বাস্থ্য কমপ্লেক্স, গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স, আগৈলঝড়া স্বাস্থ্য কমপ্লেক্স, মেহেদিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গঙ্গাচড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, নারায়গঞ্জের আড়াইহাজার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেত্রোকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রামের সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, হাটাজারীর চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশের মেডিকেল এসোসিয়েশন, কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎসা পরিষদ।
বিডি প্রতিদিন/আল আমীন