রাজধানীর শনির আখড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত জাবেদ লক্ষীপুর সদর উপজেলার জহির হোসেনের ছেলে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শনির আখড়া জিয়া স্মরণিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
জানা যায়, জিয়া স্মরণির মক্কা টাওয়ারের চারতলা ভবনে রড মিস্ত্রির কাজ করছিলেন জাবেদসহ অন্য শ্রমিকরা। এসময় ভবনের নিচ থেকে রশি বেঁধে ছাদে রড ওঠানের সময় বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হন জাবেদ, রুহুল আমিন ও জাহাঙ্গীর। অন্য দুইজনের তেমন ক্ষতি না হলেও জাবেদ অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরির্দশক মো. বাচ্চু মিয়া বলেন, জাবেদের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর রুহুল আমিন ও জাহাঙ্গীর আশঙ্কামুক্ত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত