নারায়ণগঞ্জে রাস্তা থেকে গার্মেন্টস কর্মীকে (২২) মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টাকালে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তিন যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভোলাইল মরাখাল সংলগ্ন স্থান এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গার্মেন্টসকর্মী নিজেই বাদী হয়ে, গ্রেফতার তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
গ্রেফতাররা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাফিলা দক্ষিণ পাড়ার মৃত আইয়ুব আলীর পুত্র ও ফতুল্লা থানার শাসনগাঁও চাঁদনী হাউজিংয়ের মাসুমের বাড়ির ভাড়াটিয়া হৃদয় (২৩), পটুয়াখালী জেলার সদর থানার ছাত্তার গাজীর পুত্র ও ফতুল্লা থানার শাসনগাঁও চাদনী হাউজিংয়ের হামিদের বাড়ির ভাড়াটিয়া জহিরুল (২৪) ও বরগুনা জেলার আমতলী থানার ইসলামপুরের শহিদ হাওলাদারের পুত্র ও ফতুল্লা থানার শাসনগাঁও চাঁদনী হাউজিংয়ের মাসুমের বাড়ির ভাড়াটিয়া হৃদয় হাওলাদার (২০)।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর বলেন, ‘প্রতিরাতে কাজ শেষ হলে তরুণীর স্বামী গার্মেন্টস থেকে তরুণীকে বাসায় নিয়ে যেতেন। বুধবার রাতে স্বামী না আাসায় গার্মেন্টসের কাজ শেষ করে হেঁটে বাসায় ফেরার পথে ভোলাইল মরাখাল নামক স্থানে পৌঁছামাত্র অভিযুক্তরা নারী শ্রমিকের মুখ চেপে ধরেন। তারা রাস্তার পার্শ্ববর্তী একটি জঙ্গলে (ঝোপ) নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তখন তরুণীর ডাক-চিৎকারে পাশের চায়ের দোকানিসহ স্থানীয়রা এগিয়ে আসেন। এতে অভিযুক্তরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা ধাওয়া করে সাইফুল নামের একজনকে আটক করেন।
সংবাদ পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে পানি থেকে মো. হৃদয় ও হৃদয় তালুকদারকে আটক করি।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ