২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের প্রতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা সেখানে উপস্থিত হন।
সকাল সাড়ে ৯টায় প্রথমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলীয়ভাবে নিহতদের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২১ আগস্ট নিহতদের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আসামিদের দ্রুত বিচারের দাবি জানিয়ে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, ‘রক্তাক্ত আগস্টের আরেকটি বর্বরোচিত ভয়াবহ ঘটনা ২১ আগস্ট। বাঙ্গালি জাতির আরেকটি কালো অধ্যায়। যে কলংকিত অধ্যায় শুরু হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে। তাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি কার্যকর করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন