২১ সেপ্টেম্বর, ২০২১ ১২:০৭

ইভ্যালির রাসেল-শামীমার ফের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ

অনলাইন ডেস্ক

ইভ্যালির রাসেল-শামীমার ফের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ

ফাইল ছবি

গ্রাহকের সঙ্গে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় করা একটি মামলায় ইভ্যালির এমডি ও সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ।  

গুলশান থানায় এক গ্রাহকের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তাদের তিনদিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ড শেষে মঙ্গলবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। তবে গুলশান থানার করা মামলায় এই দম্পতির আর রিমান্ড চাওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

গুলশান থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম বলেন, প্রথম দফা তিনদিনের রিমান্ড শেষ হয়েছে। আজ তাকে আবার আদালতে হাজির করা হবে। তবে এ দফায় আর রিমান্ডের আবেদন করা হবে না।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘আমাদের থানায় যে মামলাটি হয়েছে, সেটাও গ্রাহকের সঙ্গে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে। তদন্তের প্রয়োজনে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর বিকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর