জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে বরিশালে জলবায়ু অবরোধ, পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন এলায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভলপমেন্টের আয়োজনে এবং বরিশাল বিভাগীয় কমিশনার অফিস কার্যালয় ও ইউনিসেফের সহযোগীতায় এই কর্মসূচি পালিত হয়। শুক্রবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। পরে পদযাত্রা করে কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করেন তারা।
এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দাবিতে বিভিন্ন ধরনের প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন কর্মসূচিতে অংশগ্রহণকারী ৩৫টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান তৌফিক আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী ও এনজিও সংগঠক আনোয়ার জাহিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল